Saturday, May 4, 2024
রাজ্য​

তিহার জেলের খাবারের মেনু শুনেই অবসাদগ্রস্ত অনুব্রত মন্ডল; ‘এখানে জামাই আদর সম্ভব নয়’, সাফ জানালা ইডি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদের দিল্লি নিয়ে গিয়েছে ইডি। সেখানে দফায় দফায় অনুব্রতকে জেরা করছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, তিহার জেলের খাবারের মেনু শুনেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন খাদ্যরসিক অনুব্রত।

জানা গেছে, পশ্চিমবঙ্গের আসানসোল জেলে নিজের পছন্দমতো খাবার খেতে পারতেন অনুব্রত। প্রতিদিনের মেনুতে তাঁর ফরমায়েশ অনুযায়ী থাকতো মাছ, মাংস, দুধ, ঘি, পনির, মিষ্টি, লুচি, পরোটা সহ আরও অনেক কিছুই। কখনও খাসির মাংস, পোলাও তো আবার কখনও চিকেন-ফ্রায়েড রাইসেরও আয়োজন থাকতো তার জন্য।

দিল্লিতে ইডি সাফ জানিয়ে দিয়েছে এখানে ‘জামাই আদর’ চলবে না। অভিযুক্ত অনুব্রত মণ্ডল একজন সাধারণ অভিযুক্ত মাত্র, একথা স্পষ্ট করে দিয়েছেন ইডি আধিকারিকরা৷

ইডি সূত্রে খবর, অনুব্রত অনুরোধ জানিয়েছিলেন পোনা মাছের কালিয়া, পোস্তর বড়া, রাবড়ি, ছানার জিলিপি, মিহিদানার মত উপাদেয় ব্যঞ্জনের ফরমায়েশ। তবে অনুব্রতর আবেদন নাকচ করে দিয়েছে ইডি।

তিহার জেলের খাবারের মেনু শোনার পরেই অনুব্রত মণ্ডল বেজায় ‘অবসাদগ্রস্ত’ হয়ে পড়েন, বলে খবর ইডি সূত্রে।