লোকসভায় পাশ দিল্লি অর্ডিন্যান্স বিল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়ে গেল দিল্লি অর্ডিন্যান্স বিল। বিতর্কিত এই বিল ঘিরে সংসদে তুমুল বিরোধিতা করেন বিরোধীরা। ওয়াকআউট করেন বিরোধীরা।
বিক্ষোভের মধ্যেই বিল পাশ হয়ে যায় দিল্লি অর্ডিন্যান্স বিল। এদিকে, একই দিনে গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড আম আদমি পার্টির সাংসজ সুশীল কুমার রিঙ্কু। স্পিকারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ধ্বনিভোটে দিল্লি অর্ডিন্যান্স বিল পাশ হয় লোকসভায়। বিল নিয়ে আলোচনার সময় আম আদমি পার্টির দিকে একাধিক তোপ দাগেন অমিত শাহ। অমিত শাহ বলেন, এই বিল সরকারি আমলাদের বদলিতে সাহায্য করবে। তবে এই অর্ডিন্যান্সের বিরোধিতা করে দুর্নীতি ডাকার চেষ্টায় করছে আপ। এরপরেই বিক্ষোভে ফেটে পড়ে আপ সাংসদরা।
এদিন দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে সংসদে ৪ ঘন্টা আলোচনা করা হয়। এই বিলে, দিল্লির সরকারি আমলাদের বদলি সংক্রান্ত ও পোস্টিং সংক্রান্ত বিষয় রয়েছে।