Thursday, September 19, 2024
দেশ

শবনম থেকে মীরা, কৃষ্ণ প্রেমে মোহিত হয়ে মুসলিম থেকে হিন্দু হলেন, বাকি জীবনটা কাটাতে চান বৃন্দাবনে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কৃষ্ণপ্রেমে মজে মুসলিম থেকে হিন্দু হলেন তরুণী। উত্তরপ্রদেশের মোরাদাবাদ জিগার কলোনির বাসিন্দা ইকরাম হোসেনের মেয়ে শবনম হোসেন। ইকরাম পেশায় পিতলের বাসনে ভাস্কর্যের কাজ করেন। তারই মেয়ে শবনম ইসলাম ধর্ম ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ করলেন। 

জানা গেছে, প্রথম থেকেই হিন্দু দেবদেবীর প্রতি অনুরাগ ছিল শবনমের। যা তাঁকে টেনে নিয়ে যায় ব্রজভূমি বৃন্দাবনে। 

মীরা জানান, ৪ মাস আগে তিনি গোপালকে হাতে নিয়ে বৃন্দাবনে চলে আসেন। গোবর্ধন পরিক্রমা মার্গে গোপাল আশ্রমে জায়গা পেয়েছেন। মীরা তাঁর জীবন ঈশ্বরের জন্য উৎসর্গ করতে চান।

শবনম ২০০০ সালে বিয়ে করেছিলেন। ২০০৫ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। বাবার বাড়িতে ছিলেন কিছু দিন। তারপর দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় বেশ কিছুদিন চাকরিও করেন।

শবনম জানিয়েছেন, পারিবারিক সব সম্পর্ক ত্যাগ করে তিনি বৃন্দাবনে চলে আসেন। বর্তমানে বাবা-মা বা ভাইবোনের সাথে তার কোনো যোগাযোগ নেই। এখন কৃষ্ণ তার একমাত্র পরিবার। — ABP Live