Thursday, May 2, 2024
বিনোদন

‘নোংরা, অশ্লীল, গালিগালাজে ভরপুর OTT প্লাটফর্মগুলো’, মোদী সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ওটিটি প্লাটফর্ম নিয়ে রাজ্যসভায় সবর হলেন বিজেপি সাংসদ সুশীল মোদী। তিনি বলেন, ‘ওটিটি অশ্লীল, মাদক সেবনকারী, হিংসাত্মক দৃশ্যে ভর্তি। দৃশ্যগুলি এতটাই খারাপ যে এগুলি পরিবারের সঙ্গে বসে দেখা যায় না।’

সুশীল মোদী বলেন, ‘নেটফ্লিক্স, ডিজনি, ভায়াকম ১৮, অ্যাপেল টিভি, রিলায়েন্স ব্রডকাস্ট, হটস্টার, প্রাইম ভিডিও— এমন ৪০-এর বেশি ওটিটি মাধ্যম রয়েছে। অধিকাংশ ওটিটি মাধ্যমে হিংসা, অশ্লীলতা, গালিগালাজ, খুন-মাদককে গ্লোরিফাই করার মতো বিষয় দেখানো হয়। এসব পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। এখন দেশের নামজাদা শিল্পীরাও নেটফ্লিক্স এবং অ্যামাজনের এই সব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।’

বিজেপি সাংসদ সুশীল মোদী আরও বলেন, ‘ওটিটির বাজার দ্রুত বাড়ছে। ২০২৭ সাল নাগাদ ৭ বিলিয়ন ডলার হয়ে যেতে পারে।’

ওটিটিতে কোনো নিয়ন্ত্রণ নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমায় কি দেখানো হবে, তার জন্য সেন্সর বোর্ড রয়েছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের আগে সেন্সর বোর্ড তা পরীক্ষা করে দেখে। কেবল টিভিতেও আগে থেকে দেখে সার্টিফিকেটে দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু ওটিটির ক্ষেত্রে কোনো নিয়ম নেই। কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন, এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হোক।’

উল্লেখ্য, অতীতেও ওটিটি প্লাটফর্ম নিয়ে বেশকয়েকজন মন্ত্রীকে সবর হতে দেখা গেছে। এবার রাজ্যসভায় বিষয়টি উপস্থাপন করা হলো। তাহলে কি এবার ওটিটি প্লাটফর্ম নিয়ে আইন পাস করতে চলেছে কেন্দ্র? সেটার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন অনেকে।