Sunday, May 5, 2024
ব্লগ

DECATHLON এবং Katjunagar Helping Hand Society এর প্রচেষ্টায় ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিবেদন: মানসিক ভাবে দুর্বল ও প্রতিবন্ধী, সুবিধা-বঞ্চিত বাচ্চাদের নিয়ে ১৯৯৭ সালে গড়ে ওঠা- বাঁশাই প্রচেষ্টা বিশ্বাস করে, ক্রিয়া মূলক কর্মসূচির মাধ্যমে মানসিকভাবে দুর্বল বাচ্চাদের একটু একটু করে সুস্থ করে তোলা। তাদের অদম্য প্রচেষ্টার ফলস্বরূপ এখানের বাচ্চারা প্যারা অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে এবং একাধিকবার ভারতের জন্য মেডেল এনে ভারতের গৌরব বৃদ্ধি করেছে।

Katjunagar Helping Hand Society এই প্রচেষ্টার সাথে বিগত ২০১৬ সাল থেকে যুক্ত এবং ২০১৯ সালের প্যারা অলিম্পিক ও ন্যাশনাল গেমস-এ অংশগ্রহণের জন্য এই প্রচেষ্টার বাচ্চাদের সব রকম সাহায্য যেমন অনুশীলনের আয়োজন , খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী ব্যবস্থাপনা, প্রভৃতির মধ্যে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করে চলেছে। সম্প্রতি DECATHLON ( শেক্সপিয়ার সরণি শাখা)-র সহযোগিতায়, Katjunagar Helping Hand Society তদের সাহায্যের হাত আরও প্রশস্ত করতে পেরেছে। যেই সকল আর্থিকভাবে দুর্বল, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা ক্রীড়া মূলক কর্মসূচিতে যুক্ত ছিল কিন্তু আর্থিক প্রতিবন্ধকতার কারণে খেলাধুলা থেকে পিছিয়ে পড়েছে ,DECATHLON, তাদের নিজস্ব অনুশীলন কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেয়। ২০২২ সালে বাঁশাই প্রচেষ্টার দুজন ছাত্রের একজন শেক্সপিয়ার সরণী শাখায় এবং অপরজন নিউটন শাখায় কর্মী হিসেবে নিযুক্ত হয়েছে।

আজ DECATHLON-এর শেক্সপিয়ার সরণী শাখা-র পক্ষ থেকে এই প্রচেষ্টার ছাত্রছাত্রীদের হাতে অসংখ্য খেলার সামগ্রী যেমন ফুটবল, ক্রিকেট ব্যাট , ব্যাডমিন্টন প্রকৃতি তুলে দেওয়া হয় এবং ২০২৩-প্যারাঅলিম্পিকের উদ্যেশে, প্রচেষ্টার সকল ছাত্র-ছাত্রীদের উৎসাহকে ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা নেয় DECATHLON এবং Katjunagar Helping Hand Society। Katjunagar Helping Hand Society- এর মূল উদ্দেশ্য হলো এ প্রচেষ্টার সকল ছাত্র-ছাত্রীদের অলিম্পিক ,ন্যাশনাল গেমস প্রভৃতির জন্য আরো ভালো অনুশীলনের সুযোগ করে দেওয়া এবং আরো ভালোভাবে ভারতকে প্রতিনিধিত্ব করতে সাহায্য করা।এছাড়াও তাদের পরবর্তী জীবনে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।