পাকিস্তানে ইদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬০
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা পাকিস্তানে। এবার বালুচিস্তান প্রদেশে ইদে মিলাদুন্নবীর মিছিলে ভয়াবহ বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জন নিহত।
নবী মহম্মদের জন্মদিন উদযাপনের জন্য বালুচিস্তানের মাস্তুংয়ে (Mastung) প্রচুর মানুষ জড়ো হন। আচমকা আত্মঘাতী বোমা বিস্ফোরণে ঘটে।
এদিকে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদটির ছাদ ধসে পড়েছে। এই ঘটনার ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার পেশোয়ারে হাঙ্গু মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। CNN
