পাকিস্তানকে হারিয়ে স্কোয়াশে সোনা জিতলো ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে পুরুষদের স্কোয়াশে সোনা জিতলো ভারত। ফাইনালে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতলো ভারতীয় স্কোয়াশ দল। এটি ২০২৩ এশিয়ান গেমসে ভারতের দশম সোনা জয়।
এদিন ভারতের জয়ে বড় ভূমিকা নিলেন কলকাতার ছেলে সৌরভ ঘোষাল। পাশাপাশি, শেষ ম্যাচে জিতে সোনা জয়ের নায়ক চেন্নাইয়ের অভয় সিং। ফাইনালের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৩-০ হারিয়ে ভারতকে সমতায় ফেরান সৌরভ ঘোষাল। সৌরভ জেতেন ১১-৮, ১১-৩,১১-২।
এরপর সোনা জয়ের নির্ণায়ক ম্যাচে নুর জামানের বিরুদ্ধে পিছিয়ে থেকে দারুণ প্রত্যাবর্তন করে ৭-১১, ১১-৯,১১-৮, ৯-১১,১০-১২ আনেন চেন্নাইয়ে অভয়।