মহিলা সংরক্ষণ বিল নিয়ে বেফাঁস মন্তব্য আরজেডি নেতা আব্দুল বারির, অস্বস্তিতে ইন্ডিয়া জোট
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহিলা সংরক্ষণ বিল নিয়ে বেফাঁস মন্তব্য করলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা আব্দুল বারি সিদ্দিকি। তিনি বলেছেন, ‘ঠোঁটে লিপস্টিক আর ববকাট চুল নিয়ে এখন ওরা মহিলা সংরক্ষণ বিল চাইতে এসেছেন।’
বিহারের মজফ্ফরপুরের একটি জনসভায় দাঁড়িয়ে এই বিতর্কিত মন্তব্য করেন আব্দুল বারি সিদ্দিকি। তার এহেন মন্তব্যে তুমুল বিতর্ক ছড়িয়েছে।
আরজেডি নেতার এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা তথা সাংসদ কৌশল কিশোর বলেন, ‘এসব হচ্ছে নীচ মানসিকতার লক্ষণ। নারীরা সংসদে ভোটে জিতেই আসছেন। তাঁদের সংবিধান ও আইন সম্পর্কে ধারণা রয়েছে। নারী ও পুরুষ একযোগে সংসদকে এগিয়ে নিয়ে যাবেন। তাঁরা দেশকে আরও উন্নত করে তুলবেন।’
এ প্রসঙ্গে ইন্ডিয়া জোটের সঙ্গী জেএমএম সাংসদ মহুয়া মাজি বলেছেন, ‘এই ধরনের মন্তব্য নারীদের সম্মানে আঘাত করে। আমরা একবিংশ শতাব্দীতে বাস করি। মহিলাদের সম্মানে আঘাত করে এমন মন্তব্য থেকে বিরত থাকা উচিত।’