Thursday, May 16, 2024
Latestদেশ

কষ্টের দিন শেষ, এবার শীতকালে গরুর জন্য বিশেষ শীতবস্ত্রের বন্দোবস্ত

অযোধ্যা: কনকনে শীতে মানুষের যেমন কষ্ট হয়, তেমনই কষ্ট হয় অন্যান্য প্রাণীদেরও। আসন্ন শীতে তাই গরুদের শীত নিবারণের জন্য পাটের জ্যাকেট কেনার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের বিজেপি শাসিত অযোধ্যা পুরসভা। অযোধ্যা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, শহরের একাধিক গোশালা থাকা গরুদের চটের কোটের বন্দোবস্ত করা হবে।

অযোধ্যা নগর নিগমের কমিশনার নীরজ শুক্লা জানান, সেখানকার গরুদের জন্য চটের কোট তৈরি করা হচ্ছে। এই প্রকল্পটি তিন থেকে চার দফায় করা হবে। প্রতিটি চটের কোটের দাম ধরা হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা। প্রথম দফায় ১০০টি জ্যাকেট তৈরির বরাত দেওয়া হয়েছে স্থানীয় এক গোয়ালাকে। চলতি নভেম্বর মাসের মধ্যেই সেগুলি হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন।

নীরজ শুক্লা বলেন, বৈশিংপুর গোশালা থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। এখানে ৭০০ ষাঁড়-সহ মোট প্রায় ১২০০ গবাদি পশু আছে। বাছুরদের জন্য তৈরি কোটে তিনটি স্তর থাকবে। একেবারের শেষ স্তরে পাটের পরিবর্তে অন্য কোনও গরম মোলায়েম কাপড় ব্যবহার করা হবে। এছাড়া গরু এবং ষাঁড়দের জন্য তৈরি কোটের নকশা সম্পূর্ণ আলাদা। ষাঁড়েদের তৈরি কোটে শুধুমাত্র পাটের তৈরি হবে। তবে গরুদের কোটে থাকবে দু’টি স্তর।

নীরজ শুক্লা আরও বলেন, পছন্দ হলে ১২০০টি কোট বানানো হবে। যদি আমাদের উদ্যোগ সফল হয় তাহলে আমরা রাজ্য সরকারকে একই প্রস্তাব দেব যাতে তারা অন্যান্য এলাকায়ও এমন শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়।

অযোধ্যার প্রধান পশু কর্মকর্তা অশোক কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, তিনি ইতোমধ্যে স্থানীয় গোশালা পরিচালনাকারীদেরকে নির্দেশ দিয়েছেন এই উদ্যোগ নেওয়ার জন্য।