Monday, April 29, 2024
Latestদেশ

বিধবা নারীকে বিয়ে করলে ২ লাখ টাকা দেবে সরকার

ভোপাল: বিধবা নারীদের পুনর্বিবাহের জন্য বিশেষ ধরনের উদ্যোগ নিলো মধ্যপ্রদেশ সরকার। বিধবা মহিলাকে বিয়ে করলে রাজ্য সরকার দেবে ২ লাখ টাকা। মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ দফতরের মস্তিষ্কপ্রসূত এই নতুন উদ্যোগে ৪৫ বছরের নিচে কোনও বিধবা নারীকে বিয়ে করলেই নগদ দুই লাখ টাকা দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে।

রাজ্য সরকারের আশা, বছরে এক হাজার বিধবা নারীর পুনর্বিবাহ সম্ভব এই উদ্যোগে। তবে বিজ্ঞপ্তি জারি হতেই বিধবা বিবাহের  ধুম পড়ছে।

২০১৮ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বিধবা বিবাহে উৎসাহ দিতে নীতি নির্ধারণ করার পরামর্শ দেয়। তবে কেন্দ্রীয় সরকারের বদলে মধ্যপ্রদেশের রাজ্য সরকার আগে এই উদ্যোগ নেয় এবং সেজন্য আর্থিক প্যাকেজের ঘোষণা দেয়।

প্রসঙ্গত, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের অক্লান্ত প্রচেষ্টায় ব্রিটিশ সরকার ভারতে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন ১৮৫৬ প্রণয়ন করেন। দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট, আইনটি ১৮৫৬ সালের ২৬ জুলাই প্রণয়ন করা হয়।