Monday, June 16, 2025
Latestদেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন অজিত পাওয়ার

মুম্বাই: ক্রমশই জমে উঠছে মহারাষ্ট্রের মহানাটক। জমে উঠছে ‘কাকা-ভাইপো’র রসায়ন। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন অজিত পাওয়ার। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অজিত পাওয়ার টুইটারে লিখেছেন, তাঁর উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। স্থায়ী সরকার গড়ে মহারাষ্ট্রের মানুষের জন্য কাজ করবে সরকার। এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


উল্লেখ্য, শনিবার রাতেই এনসিপির পরিষদীয় দলনেতার পদ থেকে অজিত পাওয়ারকে সরিয়ে দিয়েছেন শরদ পাওয়ার। শনিবার ভোরে প্রত্যাহার করা হয় রাষ্ট্রপতি শাসন। সকাল আটটা নাগাদ রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ এবং উপ-মুখ্যমন্ত্রী হন এনসিপি নেতা অজিত পাওয়ার।

এদিন টুইটে অজিত পাওয়ার ধন্যবাদ জানিয়েছেন স্মৃতি ইরানি, জেপি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামনকে। তাঁদের ধন্যবাদ জানিয়েছেন অজিত পাওয়ার।

প্রসঙ্গত, ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কোনও দলই সরকার গড়ার জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ভোটের ফলাফলের পর মুখ্যমন্ত্রীত্বের প্রশ্নে ফাটল ধরে শিবসেনা-বিজেপি জোটে। বিজেপি পায় ১০৫টি আসন। এনসিপির দখলে রয়েছে ৫৪টি আসন। কংগ্রেস ও শিবসেনার দখলে যথাক্রমে ৪৪ ও ৫৬টি আসন।