Sunday, May 19, 2024
রাজ্য​

পরোয়ানা ছাড়াই রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে সিবিআই: আদালত

কলকাতা: কোনও পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা যাবে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে। বৃহস্পতিবার রায়ে জানিয়ে দিল আলিপুর আদালত। এদিন আলিপুর আদালতে দাউদ ইব্রাহিমের তুলনা টেনে রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি আর্জি জানায় সিবিআই।

সেই আর্জির প্রেক্ষিতেই আলিপুর আদালত এদিন সাফ জানিয়েছে, রাজীবকে গ্রেফতারের জন্য রাজ্যের অনুমতি নিতে হবে সেটা এখানে প্রযোজ্য নয়। তদন্তের স্বার্থে রাজীব কুমারকে গ্রেফতার করা যেতেই পারে। সিবিআইয়ের সেই ক্ষমতা আছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায়েই এই নির্দেশ রয়েছে।

এদিন আলিপুর আদালতের বিচারক জানিয়েছেন, রাজীবের বিরুদ্ধে ধর্তব্যযোগ্য অপরাধ রয়েছে। তাই পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা যাবে তাকে। সুপ্রিম কোর্ট তার রায়েই সেটা জানিয়েছে।

রাজীবের আইনজীবীরা আদালতের কাছে আর্জি জানিয়েছিল, রাজীব কুমারকে গ্রেফতার করতে গেলে, একজন সরকারি কর্মী হিসেবে, রাজ্যের অনুমতি প্রয়োজন। তবে সেই আর্জি খারিজ করে দেয় আদালত।

প্রসঙ্গত, রাজীব কুমারকে পাকড়াও করতে শহরের বেশ কয়েকটি স্থানে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে সিবিআই। নাম প্রকাশ না করার শর্তে, সিবিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, রাজীব কুমারকে পাওয়ার সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান চালানো হচ্ছে।ওই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, রাজীব কুমারকে পাওয়া যাবে এমন সম্ভাব্য সব জায়গায় আমরা তল্লাশি চালাচ্ছি। তবে আমরা এখনও তিনি কোথায় আছে তা জানতে পারিনি।

সিবিআই জানিয়েছে, যেহেতু রাজীব কুমারকে তিনটি তলব করার পরেও তিনি জিজ্ঞাসাবাদে অংশ নিচ্ছেন না, তাই আমরা তাকে খুঁজে বের করার জন্য একটি বিশেষ টিম গঠন করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ রাজিব কুমার, সারদা ও রোজ ভ্যালি কেলেঙ্কারীতে কিছু রাজনীতিবিদকে রক্ষণাবেক্ষণ ও রক্ষায় প্রমাণিত অভিযোগের জন্য সিবিআই তদন্ত করছে।