Monday, March 24, 2025
আন্তর্জাতিক

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাংলাদেশে নিহত ৩ রোহিঙ্গা

ঢাকা: বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই মাদক, অস্ত্র ও হত্যা মামলার আসামি। বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর জঙ্গলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামি মহম্মদ জামিল (২০), আসমত উল্ল্যা (২১) ও রফিককে (২৪) গতকাল রাত ১২টার দিকে টেকনাফ থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী, বাহারছড়া শামলাপুর জঙ্গলে অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাদের সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে গ্রেফতার তিনজনকেই গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রদীপ কুমার দাশ আরও জানিয়েছেন, এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন এএসআই হাবিব উল্লাহ, কনস্টেবল রাকিবুল ও দেলোয়ার। ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।