Tuesday, March 25, 2025
রাজ্য​

অবশেষে বাবুলকে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরোল রাজ্যপালের গাড়ি

কলকাতা: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে গিয়ে নিজেই বেকাদায় পড়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। টানা দেড় ঘণ্টা ছাত্র বিক্ষোভের মুখে পড়ে তাঁকে বসে থাকতে হয় গাড়িতে। তবে শেষে পর্যন্ত বাবুলকে উদ্ধার করতে সমর্থ হন রাজ্যপাল।অবশেষে বাবুল সুপ্রিয় সাথে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরোল রাজ্যপালের গাড়ি। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় ছাড়তে পারলেন বাবুল।

বৃহস্পতিবার দুপুর দুটো ৪৫ মিনিট থেকে রাত ৮ টা ১০ মিনিট পর্যন্ত অবরুদ্ধ হয়ে হয়েছিলেন বাবুল সুপ্রিয়। পরিস্থিতি এতটাই বেগতিক রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থার ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ রাজ্যপাল। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় তিনি সশরীরে যান বাবুলকে ‘উদ্ধার’ করতে।

বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ প্রবেশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে আটকানো হয় তাঁকে। তাঁর গাড়ি চারড়ে বিক্ষোভ দেখাতে থাকেন এসএফআইয়ের প্রতিনিধিরা। রাজ্যপালের কনভয়ের সামনে শুয়ে পড়লেন বিক্ষোভকারীরা। ফলে ছাত্রদের বিক্ষোভে সামনে গাড়ির মধ্য়েই বসে থাকতে হয়েছে রাজ্যপাল ও কেন্দ্রীয় মন্ত্রীকে।

বিক্ষোভকারীদের দাবি ছিল, বাবুল সুপ্রিয়কে ক্ষমা চাইতে হবে। তবে, শেষ পর্যন্ত ক্ষমা না চেয়েই, রাজ্যপালের গাড়িতে চড়ে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর দরজা দিয়ে বেরিয়ে আসেন বাবুল। কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাজ্যপাল। প্রশ্ন তোলেন রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার নিয়ে। পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ হন তিনি।