Friday, May 3, 2024
দেশ

ভারতে করোনা আক্রান্ত ৭০,৭৫৬, মৃত্যু ২,২৯৩ জনের

নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭০,৭৫৬ জন। মৃত্যু হয়েছে ২২৯৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২২,৪৫৪ জন। ১ জন অন্যত্র চলে গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬০৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৭ জনের। দেশে মোট সক্রিয় কেস ৪৬ হাজার ৮টি।

এই অবস্থার মধ্যেই লকডাউনে খানিকটা ছাড় দিচ্ছে কেন্দ্র। মঙ্গলবার থেকেই চালু হচ্ছে ১৫ জোড়া বিশেষ যাত্রীবাহী ট্রেন। দিল্লি থেকে বিভিন্ন রাজ্যে রওনা হবে এই ১৫ জোড়া ট্রেন।

এছাড়া, বুধবার থেকে রাজ্যের গ্রিন জোনগুলিতে জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের জন্য চালু হচ্ছে সরকারি বাসও। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২০৬৩ জন। বাংলায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৯০।

গোটা বিশ্বে করোনা আক্রান্ত ৪২ লাখ ৫৪ হাজার ৮০০ জন। মৃতের সংখ্যা ২ লক্ষ ৮৭ হাজার ২৯৩ জন। আমেরিকায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। এখনও পর্যন্ত সেদেশে মোট ৮০,৩৭৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৮৫ হাজার ৮৩৪ জন।