Monday, May 6, 2024
রাজ্য​

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২,০৬৩, মৃত্যু হয়েছে ১৯০ জনের

কলকাতা: মারণ করোনাভাইরাস ক্রমশই ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২০৬৩ জন। মৃতের সংখ্যা ১৯০ জন। মৃতের মধ্যে করোনার কারণেই মৃত্যু হয়েছে ১১৮ জনের। বাকি ৭২ জনের মৃত্যু কো-মর্বিলিটির কারণে।

এদিকে, গত ২৪ ঘন্টার দেশে ৩ হাজার ৬০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার জেরে বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৭৫৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। সারা দেশে মৃতের সংখ্যা ২ হাজার ২৯৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ হাজার ৪৫৪ জন। একজন অন্যত্র চলে গিয়েছেন।

উল্লেখ্য, প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, তিনি চান বাংলায় লকডাউনের মেয়াদ বাড়ানো হোক। পশ্চিমবঙ্গ-সহ আরও ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীরাই লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচাইতে খারাপ। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪০১ জন। মৃত্যু হয়েছে ৮৬৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪,৭৮৬ জন।