Sunday, May 19, 2024
Latestদেশ

দেশের স্বার্থেই নাগরিকত্ব বিল নিয়ে মোদী সরকারকে সমর্থন: শিবসেনা

নয়াদিল্লি: লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে নিল নরেন্দ্র মোদী সরকার। সারা দিন ধরে আলোচনার পরে সোমবার রাত ১২টা নাগাদ বিলের উপরে ভোটাভুটি হয়। বিলের পক্ষে ভোট পড়ে ৩১১টি এবং বিপক্ষে ভোট পড়ে ৮০টি।এদিন বিল পেশের সাথে সাথে শিবসেনা অভিযোগ করে, এই বিল ভারতে হিন্দু মুসলিমে ‘অদৃশ্য বিভাজন’ তৈরি করবে!

তবে সমালোচনা করার কয়েক ঘন্টা পরেই অবশ্য নিজেদের অবস্থন ১৮০ ডিগ্রি বদলে লোকসভায় নাগরিকত্ব বিল পাসে মোদী সরকারকেই সমর্থন জানায় শিবসেনা। এ বিষয়ে শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত বলেছেন, আমরা দেশের স্বার্থের কারণেই এই বিলটিকে সমর্থন করেছি।

বিরোধীদের অভিযোগ, এই বিল যে সংবিধানের সাম্যের মূল নীতিকে লঙ্ঘন করছে। যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, প্রস্তাবিত আইনটি ০.০০১ শতাংশও ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়।

বিলটিতে শিবসেনার সমর্থনকে স্বাগত জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি বলেন, আমি শিবসেনার কাছে কৃতজ্ঞ। তাঁরা বুঝতে পেরেছে যে দেশের মঙ্গল হয়েছে এই বিলে, তাই তাঁরা এটিকে সমর্থন করেছে। আমরা সব পক্ষকেই মোদী সরকারকে সমর্থন করার জন্য আবেদন করেছি।

নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিক প্রদান করা হবে।