কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না করলে নাগরিকত্ব বিলের দরকার পড়ত না: অমিত শাহ
নয়াদিল্লি: সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাশ করিয়ে নিল মোদী সরকার। লোকসভায় এদিন নাগরিকত্ব সংশোধন বিল পেশ করার পর কংগ্রেস সংসদ সদস্যরা তুমুল বিরোধিতা করেন এই বিলের। বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।
অধীর চৌধুরী বলেন, দেশের সংখ্যালঘুদের লক্ষ্য করেই এই বিলটি তৈরি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিলটি সংবিধানের ১৪ নং অনুচ্ছেদ লঙ্ঘন করছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বিলটিকে ‘অসাংবিধানিক’ এবং ‘বিভেদ সৃষ্টিকারী’ বলে অভিযোগ করেন।
জবাবে অমিত শাহ বলেন, কংগ্রেসই ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন করেছে। এটা ইতিহাস বলছে। আর কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশভাগ না করলে নাগরিকত্ব সংশোধনী বিলের দরকারই পড়ত না। কংগ্রেসই ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছিল, আমরা নই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের সংবিধানে রাষ্ট্রধর্মের উল্লেখ করা হয়েছে। ভারত ভাগের পর, ১৯৫০ সালে নেহরু-লিয়াকত সমঝোতার মাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু, দুর্ভাগ্যবশত এই তিন দেশেই হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের উপর অত্যাচার হয়েছে। ওই তিন দেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই বিল।