Sunday, May 19, 2024
Latestদেশ

বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশের ব্যাপারে নিশ্চিত বিজেপি

নয়াদিল্লি: সোমবার লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিলের পক্ষে ৩১১টি ভোট পড়েছে এবং বিপক্ষে ভোট পড়েছে ৮০টি। লোকসভার পরে এবার রাজ্যসভায় বিলটি পাশ হলে এটি আইনে পরিণত হবে। বুধবার বিলটি রাজ্যসভায় পেশ করবে বিজেপি।

রাজ্যসভায় মোট আসন ২৪৫টি। তবে এই মুহূর্তে রাজ্যসভায় সদস্য সংখ্যা ২৩৮। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার জন্য এনডিএর প্রয়োজন ১২০টি ভোট। তবে এই মুহূর্তে রাজ্যসভায় বিজেপির দখলে রয়েছে ৮৩ সদস্য। এনডিএ শরিকদের মধ্যে জেডিইউ-র ৬জন সদস্য, শিরোমণি অকালি দলের রয়েছে ৩জন সদস্য, লোকজনশক্তি পার্টির রয়েছে ১জন সদস্য, রিপাব্লিকান পার্টির রয়েছে একজন সদস্য। এছাড়া মনোনীত সদস্য রয়েছে ১১জন। সবমিলিয়ে হচ্ছে ১০৫।

এই ক্ষেত্রে অন্যান্য দলের সমর্থনও প্রয়োজন বিজেপির। মোদী সরকার মনে করছে, লোকসভার মতো রাজ্যসভাতেও নাগরিকত্ব বিলটি পাশ করাতে সমস্যা হবে না। কারণ, তামিলনাডুর এআইডিএমকের সঙ্গে রয়েছে ১১ জন সদস্য। তাঁরা বিলটিকে সমর্থন করবে বলে খবর। এছাড়া রয়েছে ওড়িশআর বিজু জনতা দলের ৭জন সদস্য। অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেসের ২ সদস্য এবং টিডিপির ২ সদস্য।

ফলে রাজ্যসভায় বিলটি পাশ করাতে বিজেপির অসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া, বিজেপি আশঙ্কা করেছে, বেশ কিছু দল তাঁদের সুবিধা করতে ভোট দান থেকে বিরত থাকবে। উল্লেখ্য, লোকসভায় এই বিলটিকে সমর্থন করছিল শিবসেনা।

এই বিলে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যে সমস্ত অমুসলিম শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁদের প্রত্যেককেই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।