নাগরিকত্ব বিল ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ বানানোর ছক: ইমরান খান
ইসলামাবাদ: সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করল মোদী সরকার। সারা দিন ধরে আলোচনার পরে সোমবার রাত ১২টা নাগাদ বিলের উপরে ভোটাভুটি হয়। বিলের পক্ষে ভোট পড়েছে ৩১১টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৮০টি। বিজেপি বিরোধীরা এই বিলের তীব্র আপত্তি জানায়। এবার এই বিলের বিরুদ্ধে তীব্র আপত্তি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই বিল মানবাধিকার চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন তিনি।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে টুইট বার্তায় ইমরান খান লিখেছেন, আমরা ভারতের লোকসভায় পাশ হওয়া নাগরিকত্ব বিলের নিন্দা করছি। এই বিল আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত আইনলঙ্ঘনকারী এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিরও লঙ্ঘনকারী।
We strongly condemn Indian Lok Sabha citizenship legislation which violates all norms of int human rights law & bilateral agreements with Pak. It is part of the RSS “Hindu Rashtra” design of expansionism propagated by the fascist Modi Govt. https://t.co/XkRdBiSp3G
— Imran Khan (@ImranKhanPTI) December 10, 2019
ইমরান খান আরও লেখেন, এই আইন আরএসএসের মস্তিষ্কপ্রণোদিত। এই বিল হিন্দু রাষ্ট্র নকশারই অংশ। যার পরিকল্পনা করেছে ফ্যাসিবাদী মোদী সরকার।
এদিকে, লোকসভায় নাগরিকত্ব বিল পাশের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়েছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার মার্কিন কমিশন। সোমবার ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (USCIRF) বিবৃতিতে জানিয়েছে, নাগরিকত্ব বিল লোকসভায় ছাড়পত্র পাওয়ায় খুবই সমস্যা তৈরি হয়েছে।
USCIRF-এর বিবৃতিতে বলা হয়েছে, যদি নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের উভয় পক্ষে পাশ হয়ে যায়, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রের প্রধান নেতৃত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা উচিৎ আমেরিকার।