Thursday, June 19, 2025
Latestদেশ

‘৬ বছরে প্রথম বলতে শুনলাম’, সংসদে অভিষেককে তীব্র কটাক্ষ অমিত শাহের

নয়াদিল্লি: সোমবার সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হয় ১২৬ বছর আগে স্বামীজি যা বলেছিলেন তা ঠিক, না হলে অমিত শাহ ঠিক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিল বিভেদ তৈরি করবে। এনআরসি একটা ফাঁদ, নাগরিকত্ব সংশোধনী বিল তার থেকেও বড় ফাঁদ। এনআরসি একটা ললিপপ হলে, ক্যাব তার থেকেও বড় ললিপপ।

পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল সাংসদের সমালোচনার জবাব দিতে গিয়ে কটাক্ষের সুরে অমিত শাহ বলেন, গত ৬ বছরে প্রথমবার তিনি অভিষেককে সংসদে বক্তব্য রাখতে দেখলেন।

অমিত শাহ বলেন, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিলের উপরে ভাষণ দিলেন। গত ৬ বছরে প্রথমবার আমি তাঁকে সংসদে বক্তব্য রাখতে শুনলাম, ভালোই বলেছেন। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় নিজের বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনেছেন। কিন্তু আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। রবীন্দ্রনাথ, বঙ্কিম, বিবেকানন্দরা কি এমন বাংলার কল্পনা করেছিলেন যেখানে দুর্গাপুজোর অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হতে হয়? সরস্বতী পুজো করা যায় না।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। পাল্টা অমিত শাহ বলেন, আপনারা রেগে যাচ্ছেন কেন, আমি তো তৃণমূলের নাম করিনি। অমিত শাহ বলেন, প্রস্তাবিত আইন অনুসারে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের সম্মুখীন হয়ে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভারতে আশ্রয় নেবেন তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।