Wednesday, May 15, 2024
Latestদেশ

সই করলেন রাষ্ট্রপতি, আইনে পরিণত হল নাগরিকত্ব বিল

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে বিলটি এখন আইনে পরিণত হল। লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাতে বিলটিতে সম্মতি দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সম্মতির পর বৃহস্পতিবারই রাষ্ট্রীয় গেজেট প্রকাশের মধ্য দিয়ে আইনটি কার্যকর করা হয়েছে।

বুধবার রাজ্যসভায় ১২৫-৯৯ ভোটের ব্যবধানে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। এর আগে গত সোমবার বিলটি ৩১১-৮০ ভোটে পাশ হয়েছিল লোকসভায়, এরপর বুধবার পাশ হয় রাজ্যসভায়। শিবসেনা লোকসভায় বিলের পক্ষে ভোট দিলেও রাজ্যসভায় তাঁরা ওয়াকআউট করে।

১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনে এই সংশোধনের ফলে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন, পার্সি ও বৌদ্ধধর্মাবলম্বীরা ভারতের নাগরিকত্ব পাবেন।

উল্লেখ্য, অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকায় এই আইন কার্যকর হচ্ছে না। বাদ দেওয়া হয়েছে  অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মিজোরামকে। বাদ পড়েছে মণিপুরও। এরপরেও অসম, ত্রিপুরা ও মেঘালয়ের শিলংয়ে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

বিলকে কেন্দ্র করে অসম ও ত্রিপুরায় সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। অসম ও ত্রিপুরায় কারফিউ জারি করা হয়েছে। কারফিউ ভেঙে বিক্ষোভ করায় অসমের গুয়াহাটিতে পুলিশের গুলিতে ২ জন নিহত হয়েছে বলে খবর।