Monday, June 16, 2025
Latestরাজ্য​

ভোটব্যাঙ্ক হারানোর ভয়েই নাগরিকত্ব বিলের বিরোধিতা করছেন মমতা: বিজয়বর্গীয়

কলকাতা: সোমবার লোকসভার পর বুধবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। বুধবার রাজ্যসভায় বিল পাশের পর কলকাতার বিজেপির রাজ্য সদর দফতরে উদযাপিত হল অকাল দীপাবলি। রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় নেতৃত্বে বাজি ফাটিয়ে, স্লোগানে মুখরিত হয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে বিজেপি কর্মী-সমর্থকেরা। শুরু হয় বাজি প্রদর্শনের উৎসব। সেইসঙ্গে চলে মোদী-অমিত শাহের নামে স্লোগান।

কৈলাশ বিজয়বর্গীয় বিলের বিরোধিতা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে আসলে নিজের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক হারানোর ভয় পাচ্ছেন।

বিজয়বর্গীয় বলেন, বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে যে সংখ্যালঘুরা এ দেশে আশ্রয় নিয়েছেন, সেই অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য়েই বিলটি আনা হয়েছে। এর সঙ্গে এনআরসির কোনও যোগ নেই।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণের রাজনীতির কারণেই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি অনুপ্রবেশকারীদের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। নাগরিকত্ব সংশোধনী বিলটি শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক বিলের বিরোধিতা করছেন। কারণ তিনি তাঁর সংখ্যালঘু ভোটব্যাঙ্ক হারাতে ভয় পাচ্ছেন।

প্রসঙ্গত বলে রাখি, প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পর রীতিমতো চিন্তিত তৃণমূল শিবির। এই বিলের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল অবলম্বন করতে তৃণমূল নেত্রী আগামী ২০ ডিসেম্বর এক জরুরি বৈঠকের আহ্বান করেছেন বলে খবর।