Sunday, May 5, 2024
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে দ্রুতগামী স্থলযান ‘ম্যাগলেভ ট্রেন’ আনল চিন, গতি ঘণ্টায় ৬০০ কিমি

বেইজিং: বিশ্বের দ্রুততম স্থলযান ‘ম্যাগলেভ ট্রেন’ আনল চিন। এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০০ কিলোমিটার। এই ট্রেন চলবে বিদ্যুৎ-চুম্বকীয় শক্তিতে (ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফোর্স)। এটি রেললাইনকে স্পর্শ করবে না। ঘর্ষণজনিত তাপ এড়াতে ট্রেন এবং লাইনের মধ্যে কিছুটা ফাঁক থাকবে। অর্থাৎ, তড়িৎ চুম্বকীয় শক্তির মাধ্যমে লাইনের ওপর ভাসমান অবস্থায় চলাচল করবে ট্রেনটি।

চিনের ম্যাগলেভ ট্রেন সর্বোচ্চ শক্তিতে চললে এএটির গতি স্থলে চলা বিশ্বের যেকোনো যানবাহনকে ছাপিয়ে যাবে। ট্রেনটি ‍৬০০ কিলোমিটার গতিতে ছুটলে বেইজিং থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে সাংহাই পৌঁছাতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা। বেইজিং থেকে সাংহাই বিমানে সময় লাগে তিন ঘণ্টা। দ্রুতগতিসম্পন্ন অন্য ট্রেনে সময় লাগে সাড়ে পাঁচ ঘণ্টা।

চিন প্রায় দুই দশক ধরে খুবই সীমিত পরিসরে এই প্রযুক্তি ব্যবহার করে আসছে। সাংহাইয়ের একটি বিমানবন্দর থেকে শহরের ভেতর চলাচলের জন্য ছোটখাটো ম্যাগলেভ লাইন রয়েছে। তবে চিনে এখনও আন্তঃশহর বা আন্তঃপ্রদেশ ম্যাগলেভ লাইন নেই। সাংহাই, চেংদুসহ কয়েকটি শহরে এই রেললাইন স্থাপনের বিষয়ে গবেষণা শুরু করেছে চিন সরকার।

ম্যাগলেভ ট্রেনে দুটি থেকে সর্বোচ্চ ১০টি কামরা থাকে ৷ প্রতিটি কামরায় ১০০ জন যাত্রী উঠতে পারবে। চিনের পাশাপাশি ম্যাগলেভ ট্রেন চালু করার কথা ভাবছে জাপান, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ। তবে এই রেলব্যবস্থা গড়ে তুলতে বিরাট খরচা ও দেশগুলোর বর্তমান রেললাইনের অবকাঠামোগত দুর্বলতা এই উন্নয়ন প্রকল্পে বাধা হয়ে দাঁড়াচ্ছে।