Thursday, November 13, 2025
কলকাতা

কোনওভাবেই রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছটপুজো নয়: সুপ্রিম কোর্ট

কলকাতা: রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞার রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। কেএমডিএ রবীন্দ্র সরোবরে ছট পুজোয় অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানায়। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, গত বছর আদালতের নির্দেশ অমান্য করে পুণ্যার্থীরা রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে নেমে পুজো করে। এরপর ২টি জলাশয়ের প্রচুর জলচর প্রাণী মারা যায়। তাই এবার আদালত সাফ জানালো, রবীন্দ্র ও সুভাষ সরোবরে কোনওভাবেই ছটপুজো নয়।

এদিন সুপ্রিম কোর্ট কেএমডিএর আবেদন খারিজ করে দিয়ে জানায়, দু’বছর আগেই এ বিষয়ে এনজিটি যা নির্দেশ দেওয়ার তা দিয়েছে।

অন্যদিকে, সুভাষ সরোবরে ছট পুজোর আবেদন জানানো হয়েছিল, রাজ্যের তরফে। তবে সেই আবেদনও খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট বলেছে, শহরের দুটি গুরুত্বপূর্ণ জলাশয় একইভাবে সংরক্ষণ করা উচিৎ। কেননা পরিবেশগত দিক থেকে এই দুটি বৃহৎ জলাশয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।