Tuesday, November 18, 2025
দেশ

রাহুল-মনমোহনকে ‘অপমান’, ওবামার বিরুদ্ধে FIR দায়ের উত্তরপ্রদেশে

লখনউ: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আত্মজীবনী ‘আ প্রমিসড ল্যান্ড’। বইটি এখন ভারতীয় রাজনীতির ‘হট টপিক’। বহুল চর্চিত বইটিতে ভারতীয় রাজনীতি সম্পর্কে আলোকপাত করেছেন। যা রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারও কারও কাছে।

বইয়ে কংগ্রেসের দুই শীর্ষনেতা রাহুল গান্ধী এবং মনমোহন সিং সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় ওবামার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। তাঁর দাবি, ওবামার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। না হলে মার্কিন দূতাবাসের সামনে অনশনে বসবেন তিনি।

অল ইন্ডিয়া রুরাল বার অ্যাসোসিয়েশনের সভাপতি জ্ঞানপ্রকাশ শুক্লার দাবি, ওবামার লেখা বইয়ে কংগ্রেসের দুই শীর্ষ নেতাকে আক্রমণ করা হয়েছে, যা ভারতের সার্বভৌমত্বে আঘাত। রাহুল এবং মনমোহনের বহু সমর্থক রয়েছে ভারতে। ওবামার মন্তব্যে ব্যথিত হয়ে তাঁদের অনুগামীরা রাস্তায় নেমে আসেন তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই আগেভাগেই ওবামার বিরুদ্ধে মামলা দায়ের করলেন তিনি। উত্তরপ্রদেশের প্রতাপগড় আদালতে মামলা দায়ের করেছেন তিনি।

আগামী ১ ডিসেম্বর ওই মামলার শুনানি। প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা তাঁর আত্মজীবনীতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মনমোহন সিংহ ছাড়া আরও অনেকের কথা লিখেছেন।