Monday, May 20, 2024
দেশ

বড় সাফল্য ভারতের, চাঁদের মাটিতে অক্সিজেনের খোঁজ পেল বিক্রম-প্রজ্ঞান, জানালো ইসরো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস গড়ে চাঁদের মাটিতে সফল অবতরণ করেছে চন্দ্রযান ৩। আর চাঁদের মাটিতে অবতরণের ৬ দিনের মাথায় বড় সাফল্য বিক্রম-প্রজ্ঞানের। ইসরো জুড়ে খুশির হাওয়া।

চাঁদের দক্ষিণ মেরুতে অক্সিজেন, সালফার, অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকনের খোঁজ পেল চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। 

ইসরো জানিয়েছে, চাঁদের মাটিতে দক্ষিণ মেরুর কাছে অক্সিজেনের খোঁজ পেয়েছে চন্দ্রযান-৩। এবার চাঁদে হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান। 

চাঁদে অক্সিজেন এবং বিভিন্ন ধাতুর হদিস মেলায় মহাকাশ গবেষণায় নয়া দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।