Friday, December 13, 2024
দেশ

৮০ শতাংশ দেশবাসী পছন্দ করেন মোদীকে, বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, প্রতি ১০ জন ভারতীয়র মধ্যে ৮ জন পছন্দ করেন নরেন্দ্র মোদীকে।

সমীক্ষা বলছে, দেশের ৫৫ শতাংশ মানুষ মোদীকে অত্যন্ত পছন্দ করেন। সব মিলিয়ে মোদীকে পছন্দ করেন ৮০ শতাংশ দেশবাসী। ২০ শতাংশ মানুষ মোদীকে পছন্দ করেন না। 

রিপোর্টে আরও বলা হয়েছে, এনডিএ সমর্থকদের মতে, বিশ্বমঞ্চে ভারতের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে। প্রতি দশ জনের মধ্যে ৭ জন এমনটা মনে করেন। অন্যদিকে, বাকিরা মনে করেন আগের থেকে দেশ দুর্বল হয়ে গিয়েছে।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অধিকাংশ ভারতীয় পুতিনকে সমর্থন করছেন। ৫৭ শতাংশ ভারতীয় মস্কোকে সমর্থন জানিয়েছেন।