Thursday, May 9, 2024
FEATUREDদেশ

সিলিন্ডার পিছু ২০০ টাকা কমলো রান্নার গ্যাসের দাম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে বিরাট মাষ্টারস্ট্রোক কেন্দ্রের মোদী সরকারের। এক ধাক্কায় অনেকটাই কমানো হলো রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে দেশজুড়ে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজ্বলা যোজনায় সিলিন্ডার পিছু ভর্তুকি বাড়ানো হয়েছে ৪০০ টাকা এবং সাধারণ গ্রাহকদের জন্য সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকদের সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম কমছে ৪০০ টাকা করে। অন্যদিকে, সাধারণ গ্রাহকদের জন্য সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ২০০ টাকা করে কমছে।

আগামী ১ সেপ্টেম্বর নতুন এই দাম কার্যকর হবে। বর্তমানে কলকাতায় এলপিজির ১৪.২ কেজির একটি সিলিন্ডারের দাম ১,০৭৯ টাকা। আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলিন্ডার প্রতি ২০০ টাকা দাম কমবে। উজ্বলা যোজদনার গ্রাহকরাও সিলিন্ডার পিছু ৪০০ টাকা কমে পাবেন।