Friday, May 17, 2024
দেশ

কোভিড টেস্টের রিপোর্ট না পাওয়া অবধি PK-র টিমের ২৩ সদস্যকে হোটেলে থাকতে হবে

আগরতলা: বিজেপি শাসিত রাজ্যে ত্রিপুরায় পৌঁছানোর সাথে সাথেই আটকে দেওয়া হয় ২৩ জন আইপ্যাক কর্মীকে। এই ঘটনায় তৃণমূলের তরফে বিজেপি এবং ত্রিপুরা প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা হয়। তবে সেই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, করোনা টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত ওই ২৩ জনের টিমকে একটি হোটেলে থাকতে  হবে।

উল্লেখ্য, প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে চুক্তি করেছে তৃণমূল কংগ্রেস। একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জয়ের তৃণমূলের এবারের টার্গেট সর্বভারতীয় পর্যায়ে বিজেপিকে হারানো। তারই অংশ হিসেবে পিকের টিম ২০২৩  ত্রিপুরায় হতে চলা বিধানসভা নির্বাচনে তৃণমূলের ক্ষমতা মাপার জন্য গিয়েছিল।

আটক হওয়া ২৩ আইপ্যাক কর্মীর বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের অভিযোগ, বৈধ অনুমতি ছাড়াই ত্রিপুরায় সমীক্ষা চালাচ্ছিলেন তাঁরা। এমনকি, ভুয়ো পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহও করছিলেন। ত্রিপুরা পুলিশ তাঁদের রুটিন তল্লাশির সময়ই একটি হোটেল থেকে টিম পিকের এই সদস্যদের আটক করে।

রবিবার রাতভর আটকে রাখা হয় তাঁদের। ত্রিপুরায় ঠিক কি ধরনের কাজ করছিলেন তাঁরা জেরা করে শুনছে পুলিশ আধিকারিকরা। পরে কোভিড পরীক্ষার রিপোর্ট হাতে না আসা অবধি হোটেলে থাকতে বলা হয়েছে তাঁদের।