Monday, May 20, 2024
কলকাতা

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টলে প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। প্রশ্ন উঠছে র‍্যাগিং মোকাবিলায় কি ব্যবস্থা নেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে? এবার যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, র‍্যাগিং রুখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক বিশ্ববিদ্যালয়গুলি। ইউজিসিকে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিক হাইকোর্ট। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। চলতি সপ্তাহেই শুনানি হতে পারে।

অভিযোগ, সিনিয়ররা জুনিয়রদের উপর ভয়াবহ র‌্যাগিং করে চলেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা হোস্টলে কোথাও মানা হচ্ছে না কোনও নিয়ম। শুধু যাদবপুর নয়, রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন র‌্যাগিং চলে আসছে। যার মর্মান্তিক পরিণতি যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের অকালে ঝরে গেল প্রাণ।