Wednesday, October 9, 2024
বিনোদন

বক্স অফিসে ঝড় তুললো সানি দেওলের ‘গদর ২’, ৩ দিনে ব্যবসা করলো ১৩৫ কোটি টাকার বেশি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বক্স অফিসে ঝড় তুললো সানি দেওল অভিনীত ‘গদর ২’। মুক্তির প্রথম দিনেই ব্যবসা করলো ৪০.১০ কোটি টাকা। দ্বিতীয় দিনেও দারুণ ব্যবসা করলো সিনেমাটি। শনিবার বক্স অফিসে ৪৩ কোটি টাকা আয় করেছে। আর তৃতীয় দিনে ৫২ কোটি টাকা ব্যবসা করেছে। সবমিলিয়ে তিনদিনে মোট আয় করেছে ১৩৫ কোটি টাকা! 

সচনিল্কের রিপোর্ট অনুযায়ী, তৃতীয় দিনে এক লাফে সিনেমার আয় বেড়েছে আনেকটাই। ফলে মাত্র তিন দিনেই ব্যবসা করেছে ১৩৫.১৮ কোটি টাকা। সিনেমা মুক্তির অল্প দিনেই দেড়শো কোটির দোরগোড়ায় ‘গদর ২’।

বলিউড হাঙ্গামার তরফে বলা হয়েছে, ‘গদর ২’ নাকি মাত্র ৫ দিনেই ১৭৫ কোটির গণ্ডি টপকে যেতে পারে। তারপর শীঘ্রই ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে।

উল্লেখ্য, ‘গদর ২’ ছবিটি এখনও পর্যন্ত সানি দেওলের কেরিয়ারের সবথেকে বেশি আয় করা সিনেমা। ১৯৮৩ সাল থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তবে এবারই প্রথম বিপুল সাড়া পেলেন তিনি।