Sunday, September 15, 2024
কলকাতা

ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ পদক্ষেপ? রিপোর্ট তলবো করলো ইউজিসি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় এবার নড়েচড়ে বসলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। ছাত্রমৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করলো ইউজিসি। পাশাপাশি, বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসি।

ইউজিসির তলব পেয়েই তড়িঘড়ি বৈঠক ডেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরমধ্যেই প্রশ্ন উঠছে ইউজিসির গাইডলাইন কি আদেও মেনে চলে যাদবপুর বিশ্ববিদ্যালয়?

ইউজিসির গাইডলাইনে সাফ বলা হয়েছে, সমস্ত হোস্টেল মোড়া থাকবে সিসিটিভি ক্যামেরায়। অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টলে সিসিটিভি ক্যামেরা নেই। তার থাকলেও তা কাজ করে না বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হোস্টেলে প্রাক্তন পড়ুয়াদের থাকার কোনও নিয়ম নেই। অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টলে প্রাক্তন পড়ুয়া থেকে শুরু করে বহিরাগতদের বাড়বাড়ন্ত দেখা গেছে।

এদিকে, ছাত্র মৃত্যুর ঘটনার পিছনে র‍্যাগিংয়ের হাত রয়েছে কিনা তা জানতে চেয়েছে ইউজিসি। মনে করা হচ্ছে, এবার যাদবপুরের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে ইউজিসি।