Thursday, December 12, 2024
কলকাতা

যাদবপুরের পর এবার ব়্যাগিংয়ের অভিযোগ তুললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ‘ঘরে প্রস্রাব, খেতে না দেওয়া, ইন্ট্রো, মদ খেতে জোর করা’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা বাংলা। এবার মধ্যেই এবার ব়্যাগিংয়ের অভিযোগ তুললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই ছাত্রের অভিযোগ একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশকে অবহিত করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ওই পড়ুয়ার অভিযোগ, পুলিশে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার বিষয়টি সম্পর্কে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এসএফআই উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে। দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

ওই পড়ুয়ার অভিযোগ, ২০১৯ সালে ভর্তি হওয়ার পর থেকেই তাকে র‌্যাগিং করা হচ্ছে। করোনা পর্বে ২ বছর বাড়িতে ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার পরে ফের নানাভাবে অত্যাচার করা হয় তাকে।

ওই পড়ুয়ার অভিযোগ, ইন্ট্রোর নামে সিনিয়ররা তাকে দিয়ে মদ আনাতেন এবং মদের গ্লাস ধোয়াতেন। তাকে মদ খাওয়ার জোর করা হতো। রাতে তার রুমের দরজায় তালা দিয়ে দেওয়া, ঘরে প্রস্রাব করে দিতেন বলেও অভিযোগ। তার ঘরে বোমা ছোড়ার অভিযোগও তুলেছে ওই পড়ুয়া।

বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে এসএফআই। টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা। শুধু ওই হোস্টেলে নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্য হোস্টেলেও আগে টিএমসিপি এমন কাণ্ড করছে বলেছে অভিযোগ।