Wednesday, October 9, 2024
দেশ

‘বাবরি মসজিদ ধ্বংসের কারিগর’ কল্যাণ সিংয়ের জীবনী পড়ানো হবে যোগী রাজ্যের স্কুলে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশ সরকার চায় স্কুলের ছাত্ররা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কল্যাণ সিংয়ের (kalyan singh) জীবনী সম্পর্কে জানুক। কল্যাণ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন অযোধ্যার বাবরি মসজিদ ৬ ডিসেম্বর ১৯৯২ সালে ভেঙে দেওয়া হয়েছিল।

যোগী আদিত্যনাথ সরকারের প্রাথমিক শিক্ষামন্ত্রী সন্দীপ সিং শুক্রবার বলেন, কল্যাণ সিংয়ের অবদানের জন্য রাজ্যজুড়ে তিনি পরিচিত।

২১ আগস্ট কল্যাণ সিংয়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। দিনটিকে দেশজুড়ে ‘হিন্দু গৌরব দিবস’ হিসাবে পালন করবে বিজেপি। আলিগড়ে কল্যাণ সিংয়ের গ্রাম আট্রাউলিতে মৃত্যুদিন পালনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ। জানা গেছে, ওই দিন আট্রাউলিতেই ৫০ হাজার মানুষের সমাবেশের আয়োজন করেছে বিজেপি।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ (Babri Masjid) ধ্বংসের সময় কল্যাণ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। বিরোধীদের অভিযোগ, কল্যাণ সিংয়ের নির্দেশেই পুলিশ-প্রশাসন সেদিন হাত গুটিয়ে বসে ছিল। যার ফলে প্রকাশ্য দিনের আলোয় করসেবকেরা বাবরি মজজিদ ভেঙে ফেলে। কল্যাণ সিংকে বিরোধীরা বাবরি মসজিদ ধ্বংসের কারিগর বলে উল্লেখ করেন।

কল্যাণ সিং ২৪ জুন, ১৯৯১ থেকে ৬ ডিসেম্বর, ১৯৯২ পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি আবার ২১ সেপ্টেম্বর, ১৯৯৭ থেকে ১২ নভেম্বর, ১৯৯৯ পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজস্থানের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাবরি মসজিদ ধ্বংসের মামলায় ৫০ জনেরও বেশি অভিযুক্ত ব্যক্তির মধ্যে, কল্যাণ সিং ২০১৯ সালে আদালতে হাজির হওয়া শেষ বিজেপি নেতা ছিলেন। তাকে ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। তিনি ২০২১ সালের ২১ আগস্ট মারা যান।

জানা গেছে, কল্যাণ সিংয়ের স্মৃতিতে বিজেপি প্রতি বছর ২১ আগস্ট দিনটিকে ‘হিন্দু গৌরব দিবস’ হিসেবে উদযাপন করবে। পাশাপাশি, আলিগড়ের রামঘাট রাস্তার নাম পরিবর্তন করে রামঘাট-কল্যাণ মার্গ করারও প্রস্তাব তুলেছে বিজেপি। এটিকে চার লেনের রাস্তা হিসেবে গড়ে তোলার জন্য ৫১৭ কোটি টাকার প্রস্তাব পেশ হয়েছে।