পিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দল ত্যাগের ইঙ্গিত তৃণমূল বিধায়ক বৈশালীর
হাওড়া: প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগে সরব হয়েছে তৃণমূলের একাংশ। এবার মুখ খুললেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmia)। বিরোধের সূত্রপাত হয়েছে বুধবার বিধায়ককে ছাড়াই তৃণমূলের ‘বঙ্গজননী’ কর্মসূচি ঘিরে। এদিন ১৬ জন প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে পিকের সংস্থার কর্মীরা বৈঠক করে। তবে সেখানে ছিলেন না বিধায়ক বৈশালী ডালমিয়া।
শেষ মুহূর্তে বৈঠকে যান হাওড়ার ৬৩ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা প্রাক্তন মহিলা তৃণমূল সভাপতি বিজয়লক্ষ্মী রাও। কেন বৈশালী ডালমিয়াকে বাদ দিয়ে বৈঠক করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন বিজয়লক্ষ্মী। প্রসঙ্গত জানিয়ে রাখি, বিজয়লক্ষ্মী রাও বিধায়ক বৈশালী ডালমিয়ার ঘনিষ্ট।
এরপরই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতি শুরু হয়। গোটা ঘটনাট টিম পিকের সামনে হয়। টিম পিকে নীরব ছিলেন বলেই অভিযোগ বৈশালীর। পিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বৈশালী। টিম পিকে আদৌ দলের ভালো চান কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বৈশালী।
বৈশালী বলেন, পিকে টিম তৃণমূলে বিভাজন তৈরি করছে। বেছে বেছে কিছু মানুষের সঙ্গে কথা বলছে তারা। বলে রাখি, সম্প্রতি বালিতে ‘বহিরাগতকে প্রার্থী করা চলবে না’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ পোস্টার পড়ে। এর জবাবে বৈশালী বলেন, ওরা তো প্রধানমন্ত্রীকে বহিরাগত বলেন, আমি কোন ছাড়। এরপরেই গুঞ্জন ওঠে, তৃণমূলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে বৈশালী ডালমিয়ার।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

