Friday, May 17, 2024
Latestরাজ্য​

জানুয়ারি থেকেই বাংলাদেশ থেকে আসা হিন্দুদের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব দেওয়া হবে

কলকাতা: নয়া নাগরিকত্ব আইন তৈরি হওয়ার পর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। অথচ এখনও একজনও উদ্বাস্তুকে নাগরিকত্ব দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে। রবিবার রোড রোডে বিজেপির দুই কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় জানালেন, পশ্চিমবঙ্গে আগামী বছরের শুরুতেই শুরু হয়ে যাবে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া।

কি বলা আছে নাগরিকত্ব আইনে ?

নয়া এই আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে পার্লামেন্ট নাগরিকত্ব আইন পাস করা হয়। যার প্রতিবাদে দিল্লির শাহীনবাগ-সহ দেশের নানা প্রান্তে তুমুল বিক্ষোভ হয়েছিল। তবে করোনার জেরে নাগরিকত্ব আইনের বাস্তবায়ন হয়নি।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, যারা এই নতুন আইনের আওতায় আসবেন তাদের একটি বিশেষ ‘নাগরিকত্ব কার্ড’ দেওয়া হবে। এর ফলে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুরা এবার বৈধভাবে ভারতের নাগরিকত্ব পাবেন।

দেবশ্রী চৌধুরী আরও বলেন, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে কিংবা সামাজিকভাবে প্রতারিত হয়ে যারা এসেছেন তারাই এই বিশেষ ‘নাগরিকত্ব কার্ড’ পাবেন। একাত্তরের পর বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক হিন্দু ভারতে চলে এসেছেন, এই কার্ডের মাধ্যমে এখন তারা ভারতের বৈধ নাগরিকত্ব পাবেন।

দেবশ্রী চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে আসা বহু হিন্দুর দাবি তাদের নাগরিকত্ব নিয়ে এখনও সংশয় আছে। তাদের সেই নিরাপত্তাহীনতার অবসান ঘটাবে এই কার্ড।

সম্প্রতি বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই কথা বলেছেন। রাজ্যে বিজেপির ভাইস-প্রেসিডেন্ট ভারতী ঘোষ বলেন, এই আইন রূপায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গই তাদের অগ্রাধিকার।

যদিও, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আগেই জানিয়েছে তারা এই আইন মানবে না। নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় রাজ্য সরকার কোনও সহযোগিতা করবে না।