Thursday, November 13, 2025
দেশ

দিল্লিতে গ্রেফতার ৫ জঙ্গি

নয়াদিল্লি: সোমবার সকালে দিল্লিতে সন্ত্রাসবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়েছে। এনকাউন্টার শেষে গ্রেফতার করা হয়েছে পাঁচ জঙ্গিকে। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির শকরপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে দু’জন পাঞ্জাবের (গুরজিত সিং ও সুখদীপ সিং) আর বাকি তিন জন কাশ্মীরের বাসিন্দা (শাবির আহমেদ গোজরি, মহম্মদ আয়ুব পাঠান ও রিয়াজ রাঠোর)।

দিল্লি পুলিশের দাবি, পাক গুপ্তচর সংস্থা (Pakistan’s Spy Agency) আইএসআই (ISI) খালিস্তানি আন্দোলনের (Khalistan movement) সঙ্গে জম্মু-কাশ্মীরের জঙ্গিদের জুড়ে দিতে চাইছে। ধৃত তিন কাশ্মীরির মধ্যে ২ জন হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত রয়েছে বলে দিল্লি পুলিশ নিশ্চিত করেছে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (Special Cell) প্রমোদ কুশওয়াহা জানান, ধৃত দুই পাঞ্জাবি বলবিন্দর সিংয়ের খুনে জড়িত। উল্লেখ্য, গত অক্টোবরে খুন হন শৌর্য্য চক্র জয়ী বলবিন্দর সিং।

দিল্লি পুলিশ গোপন সূত্রে খবর পায়, হিন্দু-ডানপন্থী নেতাদের খুনের ছক কষছে পাক গুপ্তচর সংস্থা, আইএসআই। এরপরেই দিল্লির লক্ষ্মীনগর অঞ্চলে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করায় আগে ধৃত জঙ্গিদের সাথে একপ্রস্থ গুলির লড়াই হয় পুলিশের। ধৃতদের কাছ থেকে ২ কেজি ওজনের হেরোইন উদ্ধার করেছে পুলিশ। আন্তর্জাতিক বাজারে যার দাম আট কোটি টাকা। এছাড়া, এক লাখ নগদ টাকা, ৩টি পিস্তল ও ২টি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।