Wednesday, May 1, 2024
দেশ

রাম মন্দির নির্মাণ না করলে ক্ষমতা হারাবে বিজেপি, হুমকি উদ্ধব ঠাকরের

লখনউ: লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দিরের উত্তাপ ক্রমশ বাড়িয়ে চলেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম সমাসম্মেলনের মধ্যেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের হুমকি, রাম মন্দির নির্মাণ না করলে ক্ষমতা হারাবে বিজেপি। উদ্ধব ঠাকরে বিজেপির উদ্দেশ্যে জানান, যে নতুন আইন নিয়ে আসা হোক, কিন্তু অযোধ্যায় গড়ে উঠুক রাম মন্দির।

রবিবার অযোধ্যায় শুরু হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম মহাসম্মেলনে। সেদিনই অযোধ্যায় বসেই রাম মন্দির প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এখানেই না থেমে শিবসেনা প্রধানের হুমকি, রাম মন্দির না হলে সরকার থাকবে না।

কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী আগেই জানিয়েছিলেন যে রাম মন্দির তাঁর স্বপ্ন এবং তিনি রাম জন্মভূমি আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেবেন। সেই উমা ভারতী রবিবার অযোধ্যায় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের জনসভাকে প্রশংসা ও সমর্থন করে বলেন, হ্যাঁ, আমি উদ্ধব ঠাকরের এই প্রচেষ্টাকে সমর্থন করি। বিজেপি রাম মন্দিরের স্বত্ত্ব কিনে রাখেনি। ভগবান শ্রী রাম সবার।

পাশাপাশি উমা ভারতী এদিন সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, আকালি দল, AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এবং সমাজবাদী পার্টির নেতা আজম খান সহ সব দলকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে সমর্থন করার অনুরোধ জানিয়েছেন।

এদিকে আরএসএস প্রধান মোহন ভগবতও রবিবার শীর্ষ আদালতকে বার্তা দিয়ে জানান, শুধু আইনের ওপরে সমাজ চলে না। সুবিচারের দেরি হওয়া মানে তা সুবিচার না পাওয়ার সমান। সারা দেশ এক হয়ে রাম মন্দির নির্মাণে এগিয়ে আসুক, সেই আবেদনও করেন তিনি।