Sunday, February 9, 2025
রাজ্য​

বিজেপির শ্রী রাম থাকলে, আমাদের মা দুর্গা আছে: মমতা

ঝাড়গ্রাম: কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন। আর তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজায় লেগে পড়ছেন রাজনৈতিক নেতারা। আর তারই ইঙ্গিত পাওয়া গেল ঝাড়গ্রামের জামবনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতেও। বিজেপির ‘রাম মন্দির’ রাজনীতিকে সরাসরি কটাক্ষ করে মমতা বলেন, বিজেপি দেশের সর্বনাশ করছে, বিক্রি করছে দেবতাকে ৷

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির শ্রী রাম থাকলে, আমাদের মা দুর্গা আছে। তিনি বলেন, বিজেপি আসলে রাম নয় রাবণের পুজো করে। রামের পুজো আসলে লোক দেখানো। গোটা দেশজুড়ে শ্রী রামের স্লোগান তুলছে ওরা। ওদের শ্রী রাম থাকলে আমাদের মা দুর্গা রয়েছে। মা দুর্গার পুজো শ্রী রামচন্দ্রও করেছিলেন। তাহলে আমরা কাকে পুজো করব? রামচন্দ্রকে পুজো করব? নাকি মা দুর্গাকে?

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি রাম নয় রাবণের পুজো করে, তারা বারে বারে শান্ত জঙ্গলমহল অশান্ত করার চেষ্টা করছে। চিরকালই দাঙ্গা ও বিভাজনের রাজনীতি করে এসেছে। এখন চেষ্টা করছে সারা রাজ্যে আগুন লাগানোর। মুখ্যমন্ত্রীর এদিন নাম না করে বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেছেন। সেই ফাঁদে কাউকে পা না দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।