Monday, September 16, 2024
দেশ

সাতসকালে কাশ্মীরে এনকাউন্টারে খতম ২ জঙ্গি

শ্রীনগর: মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের কুলগাওয়ের রেডওয়ানিতে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ ২ সন্ত্রাসবাদী। পাঁচ ঘন্টার এনকাউন্টারে এক জওয়ানও শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। এখনও দু’পক্ষের মধ্যে চলছে গুলির লড়াই। এলাকায় আরও জেহাদি লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে।

এদিন গোপন সূত্রে খবর পেয়ে ভোরে রেডওয়ানিতে অভিযান চালায় সেনা-সিআরপি এবং কাশ্মীর পুলিশের মিলিত বাহিনী। এলাকায় সেনা আধিকারিকরা পৌঁছাতেই গোপন ডেরা থেকে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। টানা ৫ ঘণ্টা গুলির লড়াইয়ে খতম হয় ২ জঙ্গি। তবে, তাঁরা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা এখনও জানা যায়নি। অন্যদিকে, এই অভিযানে এক জওয়ানও শহিদ হয়েছেন বলে জানা গেছে।

ওই এলাকায় এখনও ২-৩ জন জঙ্গি এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে মনে করছে সেনা। তাই এখনও তল্লাশি অভিযান চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই মূহুর্তে উত্তর কাশ্মীরের তুলনায় দক্ষিণ কাশ্মীরে আত্মগোপন করে থাকা জঙ্গির সংখ্যা বেশি। তাই এই এলাকায় অভিযান তীব্র করা হয়েছে।