Sunday, May 19, 2024
বিনোদন

‘এই জয় গণতন্ত্রের জয়’, বাড়ি ভাঙার মামলা জিতে বললেন কঙ্গনা

মুম্বাই: পালি হিলসে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের অফিস বাড়ি ভেঙে দিয়েছিল বিএমসি। এরপরেই মামলার বিএমসি’র (Brihanmumbai Municipal Corporation) বিরুদ্ধে বম্বে হাইকোর্টে (Bombay High Court) মামলা দায়ের করেন কঙ্গনা। শুক্রবার বম্বে হাইকোর্টে সেই মামলায় বড় জয় পেলেন অভিনেত্রী।

বিএমসির বিরুদ্ধে করা মামলায় বম্বে হাইকোর্ট জানিয়েছে, খারাপ উদ্দেশ্য নিয়ে পালি হিলসে মনিকর্ণিকা ফিল্মসের অফিস বাড়ি ভেঙেছে বিএমসি। কঙ্গনার অফিস বাড়ি ভেঙে কত কোটির সম্পত্তি ধ্বংস করেছে বিএমসি। তা হিসাব করে ক্ষতিপূরণ দিতে হবে বৃহন্মুম্বই পুরসভাকে।

বম্বে হাইকোর্টে জয় পাওয়ার পরে টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন কঙ্গনা। টুইটে অভিনেত্রী জানান, এই জয় তাঁর একার নয়, বরং গণতন্ত্রের জয়।

কঙ্গনা রানাওয়াত বলেন, যখন কোনও ব্যক্তি একা, সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং জয় পায় সেটা শুধু কারও একার জয় নয়, সেটি গণতন্ত্রের জয়। সকলকে ধন্যবাদ আমাকে সাহস জোগানোর জন্য এবং তাঁদেরকেও ধন্যবাদ যাঁরা আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার ঘটনা নিয়ে হাসির খোরাক তৈরি করেছে। তোমরা ভিলেনের ভূমিকা নিয়েছো বলেই আমি হিরো হতে পেরেছি।

কঙ্গনা রানাওয়াত আরও বলেন, দেশের বিচারব্যবস্থাকে ধন্যবাদ জানাই। বম্বে হাইকোর্টকে ধন্যবাদ জানাই। পাশে থাকার জন্য আমার সকল শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানাই।