Tuesday, November 18, 2025
রাজ্য​

অন্তত ৫৮ জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে তৈরি: সৌমিত্র খাঁ

শিলিগুড়ি: শুক্রবার রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী ইস্তফা দিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যকর দাবি করলেন BJYM রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তিনি বলেন, অন্তত ৫৮ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে তৈরি।লাইনে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। সৌমিত্র খাঁয়ের এই মন্তব্যের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, তৃণমূলের চাপ বাড়িয়ে এদিনই বিজেপিতে নাম লিখিয়েছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। কোচবিহারের বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লি যান মিহির। শুক্রবার সন্ধ্যায় বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি।

এ বিষয় সৌমিত্র খাঁ বলেন, এটা তো ভবিতব্য ছিল। এখন গৌতম দেব আর রবীন্দ্রনাথ ঘোষ কি করেন সেটাই চিন্তার বিষয়। সুব্রত মুখপাধ্যায়ও লাইনে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সৌমিত্র খাঁ বলেন, আমি যখন বিজেপিতে যোগদান করেছিলাম তখন হরিদাস ভাইপো অনেক কথা বলেছিল। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ থাকবে না।

সৌমিত্র খাঁ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগী হিসেবে তৃণমূল তৈরি করেছিলেন। এখন তিনি ভোগী হয়ে উঠেছেন। ভোগীরা বেশিদিন টেকে না। সৌমিত্র খাঁয়ের দাবি, ৫৮ জনের বেশি তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে তৈরি। এক মাসের মধ্যে পড়ে যাবে তৃণমূল সরকার।