Monday, November 17, 2025
রাজ্য​

‘উত্তরবঙ্গের মোট ৫৪টি আসনের মধ্যে বিজেপির টার্গেট ৫০টি আসন’

শিলিগুড়ি: গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮ টি আসন পাওয়ার পর বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনেও বিশেষ গুরুত্ব দিচ্ছে উত্তরবঙ্গকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মোট ৫৪টি আসনের মধ্যে বিজেপির টার্গেট ৫০টি আসন।

৫০টি আসন জয়ের লক্ষ্যেই দলের নেতা কর্মীদের ঝাঁপানোর নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক রত্নাকর পাণ্ডে। শুক্রবার উত্তরবঙ্গের সমস্ত সাংসদ ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে এই টার্গেট দেন রত্নাকর। শনিবার দিল্লি ফিরে এদিনের বৈঠকের বিস্তারিত রিপোর্ট বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহকে জানাবেন তিনি।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রত্নাকর পাণ্ডে, অরবিন্দ মেনন, সাংসদ সুকান্ত মজুমদার এবং বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। এদিনের বৈঠকে বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লেষন ও আলোচনা হয়। এরপরেই সিদ্ধান্ত হয়, উত্তরবঙ্গে মোট ৫৪টি আসেনর মধ্যে বিজেপির লক্ষ্য ৫০টি আসন। সেই মতোই দলের নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজ্যকে ৫টি জোনে ভাগ করেছে বিজেপি। তার মধ্যে উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে হরিশ দ্বিবেদিকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন পেয়ে জিতবে বিজেপি। বাংলা জয়ের লক্ষ্যে দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।