Sunday, May 19, 2024
Latestরাজ্য​

বাংলায় বিজেপির ঔদ্ধত্যের রাজনীতি পরাজিত হয়েছে: মমতা

কলকাতা: রাজ্যের উপনির্বাচনে তিনটি আসনের তিনটিতেই জয়ী হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে দু’টি আসনে তৃণমূল এর আগে কখনও জয়ী হতে পারেনি। এই সাফল্যের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলায় ঔদ্ধত্যের রাজনীতি চলবে না। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিকে তাঁদের ঔদ্ধত্যের মূল্য চোকাতে হল। খড়গপুর ও কালিয়াগঞ্জে তৃণমূল এই প্রথমবার জয়লাভ করল। কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকারকে তিনি হারালেন ২,৩০৪ ভোটে।

এই অভূতপূর্ণ সাফল্যে অত্যন্ত খুশি তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পর এই শেষ হাসি হাসলো তৃণমূল। প্রসঙ্গত, কালিয়াগঞ্জে গত মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে জয়ী হয় বিজেপি। অনেক বড় ব্যবধানে জয়ী হয়েছিল গেরুয়া শিবির।

করিমপুরেও এগিয়ে গিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জয়ের পিছনে শুধুমাত্র এনআরসি একমাত্র কারণ নয়। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির আমলে দেশজুড়ে বেকারত্ব, অর্থনীতির বেহাল অবস্থা, ভিন রাজ্যে বাংলার মানুষদের খুন হওয়ার ঘটনা সবকিছুই কারণ হিসেবে কাজ করেছে। মমতা আরও বলেন, বাংলার মানুষ ভালোবাসতে জানে, তাঁরা হিংসাকে কখনও প্রশয় দেয় না।