Thursday, June 19, 2025
Latestরাজ্য​

তৃণমূলের কাছে হারেনি, এনআরসির কাছে হেরে গেলাম: বিজেপি প্রার্থী

কালিয়াগঞ্জ: তৃণমূলের ইতিহাসে যে জয় চিরকাল অধরাই ছিল, বৃহস্পতিবার উপনির্বাচনের ফলাফল তাই এনে দিল। কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কঠিন জয় হাসিল করল তৃণমূল। কালিয়াগঞ্জে হারার কারণ হিসেবে বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার বলছেন, বাংলায় এনআরসিই কাল হল বিজেপির।

গত লোকসভা নির্বাচনের ফলের নিরিখে এই বিধানসভায় ৫৭ হাজারের কিছু বেশি ভোটে জিতেছিল বিজেপি। অথচ, বৃহস্পতিবার উপনির্বাচনের ফলে কালিয়াগঞ্জ তৃণমূল প্রার্থী তপনদেব সিংয়ের কাছে ২৩০৪ ভোটে পরাজিত হলেন বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার।

ফলাফল প্রকাশের পর কমল চন্দ্র সরকার বলেন, এনআরসির জন্যই হেরে গেলাম। অন্যদিকে, তৃণমূলের এই জয়ের পিছনে শুধুমাত্র এনআরসিকেই একমাত্র কারণ হিসেবে মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির আমলে দেশজুড়ে বেকারত্ব, অর্থনীতির বেহাল অবস্থা, ভিন রাজ্যে বাংলার মানুষদের খুন হওয়ার ঘটনা সবকিছুই কারণ হিসেবে কাজ করেছে। মমতা আরও বলেন, বাংলার মানুষ ভালোবাসতে জানে, তাঁরা হিংসাকে প্রশয় দেয় না।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বাংলাদেশ সামান্তবর্তী বিধানসভা কেন্দ্র। এই জেলার বিস্তীর্ণ এলাকা বাংলাদেশ লাগোয়া। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এনআরসি নিয়ে বিজেপির একরোখা মনোভাব এই এলাকার ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করে যা এদিনের ফলাফলে প্রমাণিত হল।