Monday, May 6, 2024
Latestদেশ

নাথুরাম গডসে ‘দেশভক্ত’, প্রতিরক্ষা কমিটি থেকে অপসারিত প্রজ্ঞা ঠাকুর

নয়াদিল্লি: বুধবার লোকসভায় মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে অভিহিত করেছিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। যার জেরে প্রতিরক্ষা বিষয়ক ২১ সদস্যের সংসদীয় পরামর্শদানকারী কমিটি থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে।

লোকসভায় গডসেকে ‘দেশভক্ত’ বলায় শুরু হয় তীব্র বিতর্ক। বিরোধীরা একে ‘বিজেপির দুঃখজনক ঘৃণার রাজনীতি’ বলে অভিযোগ করে। এরপরই প্রজ্ঞা ঠাকুরকে প্রতিরক্ষা কমিটি থেকে সরিয়ে দেওয়া হল।

এ প্রসঙ্গে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রজ্ঞা ঠাকুরকে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় পরামর্শদানকারী কমিটি থেকে সরিয়ে দেওয়া হবে। এছাড়া এই অধিবেশনে বিজেপির সংসদীয় দলীয় বৈঠকে তাঁকে  অংশ নিতে দেওয়া হবে না।


জেপি নাড্ডা আরও বলেন, বুধবার লোকসভায় করা প্রজ্ঞা ঠাকুরের মন্তব্য নিন্দার যোগ্য। বিজেপি এমন বিবযতি বা আদর্শকে সমর্থন করে না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাংসদের বলেন, নাথুরাম গডসেকে নিয়ে এমন ভাবনার শেষ হওয়া উচিত।

বুধবার ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ (সংশোধনী) বিল’ নিয়ে আলোচনার সময় নাথুরাম গডসেকে নিয়ে বিতর্কিত ওই মন্তব্য করে বসেন প্রজ্ঞা ঠাকুর। তাঁর এহেন মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে যায় লোকসভায়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, এটাই আরএসএস ও বিজেপির হৃদয়ের কথা। এটাই ওঁদের আত্মা। যতই অন্য কথা বলুক না কেন এটা সব সময়ই বেরিয়ে আসবে।