Tuesday, June 24, 2025
রাজ্য​

‘ভারতবর্ষের নেত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়: মুকুল রায়

কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। তাকে ‘ঘরের ছেলে’ বলে সম্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে একদা দলের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ড মুকুলকে পাশে বসিয়ে মমতা বলেন, মুকুল আমাদের ঘরের ছেলে, ঘরে ফিরল।

মুকুল রায়কে অভিনন্দন জানিয়ে মমতা দাবি করেন, মুকুল রায়ের সঙ্গে কোনওদিনও তাঁর ব্যক্তিগত মতবিরোধ ছিল না। মুকুল রায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তৃণমূল সুপ্রিমোকে ‘ভারতবর্ষের নেত্রী’ বলে আখ্যায়িত করেন মুকুলবাবু।

তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার ১,৩৫৫ দিন পর ফের জোড়াফুল শিবিরে প্রত্যাবর্তন করলেন মুকুল রায়। পুরনো দলে ফিরে দৃশ্যতই মুখে হাসি মুকুল রায়ের। লোকসভা ভোটের দু’বছর আগে ২০১৭ সালে তৃণমূল ছাড়ার আগে মুকুল রায় অভিযোগ করেছিলেন, দলে পরিবারতন্ত্র চলছে। কাজ করা সম্ভব নয়। এর পরেই মুকুলকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করে তৃণমূল।

শোনা যায়, বিজেপিতে শুভেন্দু অধিকারীর গুরুত্ব বৃদ্ধিতেও অসন্তুষ্ট ছিলেন মুকুল রায়। বিধানসভা ভোটে বিধায়ক পদে জয়ের পর শপথ নিতে বিধানসভায় আসেন মুকুল রায়। কথা বলেন প্রাক্তন সতীর্থ সুব্রত বক্সীর সঙ্গে। সেই সময় বিধানসভায় নতুন বিধায়কদের সঙ্গে বৈঠক করছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সেই বৈঠকে যোগ না দিয়েই বিধানসভা ত্যাগ করেন মুকুল। তখন তিনি বলেছিলেন, আমি এখন কিছু বলব না। যখন বলার হবে, তখন সাংবাদিকদের ডেকে বলবো। মানুষের জীবনে এমন দু’একটা দিন আসে, যখন মানুষকে চুপ থাকতে হয়। এরপরেই তার বিজেপি ছাড়ার জল্পনা তীব্র হয়। তবে আজ সমস্ত জল্পনার অবসান ঘটালেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।