Friday, May 17, 2024
দেশ

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে ৬টি আসনের ৪টিতে জয়ী বিজেপি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রের ক্ষমতাসীন কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটকে বড়সড় ধাক্কা দিল বিজেপি। বিধান পরিষদ নির্বাচনে (Maharashtra MLC polls) বড়সড় জয় পেল বিজেপি। নাগপুর-সহ ৬ টি বিধান পরিষদ নির্বাচনে ৪ টিতেই জয়লাভ করল বিজেপি। এমনকি শিবসেনার কাছ থেকেও একটি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। শিবসেনা অকোলা, বুলঢানা আসনে জয়লাভ করেছে। এই জয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির জন্য একটি বড় উৎসাহ বয়ে নিয়ে এসেছে। বিশেষ করে শিবসেনার ঐতিহ্যবাহী ঘাঁটি নাগপুরে বিজেপির জয়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজেপির চন্দ্রশেখর বাওয়ানকুলে, যিনি মহারাষ্ট্রের পূর্ববর্তী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ছিলেন, তিনি নাগপুর বিধান পরিষদ আসনে জয়ী হয়েছেন। আকোলা-ওয়াশিম-বুলধানা আসন থেকে বিজেপির বসন্ত খান্ডেলওয়াল শিবসেনার গোপিকিশান বাজোরিয়াকে হারিয়েছেন। যিনি গত তিনবার এই আসন থেকে এমএলসি ছিলেন।

গত ১০ ডিসেম্বর বিধান পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার গণনা হয়। এই জয়ের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, “ক্ষমতাসীন জোটের মিথকে নস্যাৎ করে দিয়েছে বিজেপি। তিনটি দলের (শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেও রাজ্যের প্রতিটি নির্বাচনে জিততে পারে আমরা। এই নির্বাচন প্রমাণ করেছে একটি ভুল ধারণা ছিল। মহারাষ্ট্রের জনগণ বিজেপির সাথে রয়েছে এবং ভবিষ্যতেও আমরা তাদের আশীর্বাদ পাব”।

এদিকে, কর্ণাটকের বিধান পরিষদ নির্বাচনে বিজেপি পেয়েছে ৯টি আসন। কংগ্রেস পেয়েছে ৯টি আসনে এবং জনতা সেকুলার দল পেয়েছে একটি আসন।