Friday, May 3, 2024
দেশ

বোরকা পরে দেওয়া যাবে না ভোট, দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছত্তিশগড় পুরসভার নির্বাচনের আগে নয়া বিতর্ক তৈরি হয়েছে। ভোট দানের সময় মুসলিম মহিলাদের বোরকা পরা নিয়ে আপত্তি তুলেছেন বিজেপি নেতারা। বোরকা নিষিদ্ধের দাবিতে বিজেপি নেতারা রাজ্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন।

বিজেপির তরফে বীরগাঁও নির্বাচনের ইনচার্জ অজয় ​​চন্দ্রকর, বিজেপির মুখপাত্র ও প্রাক্তন মন্ত্রী রাজেশ মুনাত, প্রাক্তন বিধায়ক দেবজি ভাই প্যাটেল, রায়পুর জেলা সভাপতি শ্রীচাঁদ সুন্দ্রানি, ও ওপি চৌধুরী সহ বহু নেতা সোমবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন। তারা রাজ্য নির্বাচন কমিশনারের কাছে বীরগাঁওয়ের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে লিখিত অভিযোগ করেছেন।

বিজেপি নেতারা বলেন, ভোট দেওয়ার সময় কাউকে বোরকা পরে আসতে দেওয়া উচিত নয়। বিজেপি নেতারা বলেছেন, মুসলিম মহিলারা যদি ভোটার আইডি কার্ড পেতে বোরকা খুলে ফেলতে পারেন, তবে ভোট দেওয়ার জন্যও বোরকা ছাড়া আসা উচিত। বীরগাঁওয়ের আব্দুল রউফ ওয়ার্ডকে অত্যন্ত সংবেদনশীল বলে দাবি করেন বিজেপি নেতারা। তারা তাদের প্রার্থী ও কর্মীদের পুলিশি নিরাপত্তার দাবিও জানিয়েছেন।

বিজেপি নেতারা জানান, বীরগাঁওয়ের আব্দুল রউফ ওয়ার্ডের ৩৮১, ৩৮২, ৩৮৩ ও ৩৮৪ নম্বর বাড়ির ঠিকানায় মোট ৪৫২ জন ভোটারের নাম রয়েছে। এই মানুষগুলো ওই বাড়িতেও থাকে না। জাল পদ্ধতিতে এসব নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনারের কাছে বিজেপি নেতাদের দাবি, ভোটার তালিকা যাচাই-বাছাই করে ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। ২০ ডিসেম্বর অর্থাৎ ভোটের আগে নাম বাদ না দিলে ওই ওয়ার্ডের নির্বাচন বাতিলের দাবি জানান তারা।